আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান মহারণ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। সেই যুদ্ধ টানটান উত্তেজনায় ঠাসা থাকবে—এমনটাই ধারণা করেছিল দুই দলের সমর্থকরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইটা স্রেফ একপেশে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত। বাবর আজমদের ৭ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে টানা ৮ জয়ের রেকর্ড গড়ল ভারত।
বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে গ্যালারি ফাঁকা থাকলেও এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল ভারতীয় দর্শকে পরিপূর্ণ। ভিসা না পাওয়ায় মাঠে পাকিস্তানি সমর্থকের সংখ্যা ছিল নগণ্য। তবে অনলাইনে ঠিকই সবার দেখার সুযোগ ছিল হাইভোল্টেজ ম্যাচটি। যেখানে দর্শকসংখ্যায় পুরোনো সব রেকর্ড ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।
শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ৫০ এবং মোহাম্মদ রিজওয়ানের ৪৯ রান ছাড়া বলার মতো কেউ রান করতে পারেননি। ফলে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় বাবরের দল। পরবর্তীতে রোহিত শর্মার ৮০ এবং শ্রেয়াস আইয়ারের ফিফটির সুবাদে ৩০.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না করায় বেশ সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ভারত-পাকিস্তান মহারণকে ঘিরে কনসার্টের আয়োজন করে ম্যাচের হাইপ বাড়িয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজকরা। যদিও বুদ্ধিটা বিসিসিআইয়ের কারও মাথা থেকে এসেছে নাকি সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের চাওয়ায় হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।
এদিকে ডিজনি প্লাস হটস্টারের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচটি একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন। এর আগে অন্য কোনো ক্রিকেট ম্যাচে এত বেশি দর্শক হয়নি। ফলে দর্শকসংখ্যায় বিশ্বরেকর্ড গড়ার দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্মটি। এজন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ডিজনি প্লাস হটস্টার ইন্ডিয়ার প্রধান কর্মকর্তা সাজিত শিবনন্দন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে ডিজনি প্লাস হটস্টার বলছে, কী (ভারতের) দাপুটে পারফরম্যান্স! দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, তারা আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে!
এর আগে সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। পরে টুর্নামেন্টের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে দর্শকসংখ্যা উঠেছিল ২.১ কোটি পর্যন্ত। এর আগে আইপিএল চলাকালীন ধোনির ব্যাটিং দেখতে ২.২ কোটি দর্শক একসঙ্গে চোখ রেখেছিলেন জিওসিনেমায়। শনিবার রোহিতের ব্যাটিং সেই রেকর্ড স্বচ্ছন্দে ভেঙে দিলো।
দর্শকদের পাশাপাশি এদিন মাঠে রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিন শ ছয় মারার রেকর্ড খাতায় তিনি নিজের নাম তুলেছেন। বিশ্বকাপে রান তাড়া করার দিক থেকে অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বাধিক রানের রেকর্ডও করেছেন রোহিত।
এসএ-০৩/১০/১৫ (স্পোর্টস ডেস্ক)