মায়ের সঙ্গেই মা দিবসে মেসি

দেশ ভিন্ন, ভাষা ভিন্ন কিংবা পোশাক ভিন্ন হলেও মায়ের প্রতি ভালোবাসা থাকে অভিন্ন। এই অভিন্নতা দেখা গেছে বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্ষেত্রেও। ১৫ অক্টোবর মেসির দেশ আর্জেন্টিনায় মা দিবস পালিত হয়। সেজন্য এমএলটেন দলীয় অনুশীলন শেষে ফিরেছেন মায়ের কাছেই।

আগামী ১৮ অক্টোবর সকাল ৮টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছে লা আলবিসেলেস্তেরা।

দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসিও। তবে ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি নিজের শহর রোজারিওতে উড়ে গেছেন। সেখানে তিনি মায়ের সঙ্গে মা দিবস কাটানোর জন্যই ব্যক্তিগত বিমানে উড়ে যান। এ দিকে এই দিবসটি মায়ের সঙ্গে কাটানোর জন্য দলের সবাইকে অনুমতি দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এর আগে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডর, বলিভিয়ার পর তারা হারিয়েছে প্যারাগুয়েকে।

শেষ ম্যাচে শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন মেসি। তবে গোলবারের বাধায় দারুণ দুটি গোল থেকে বঞ্চিত হয়েছেন এ তারকা। পেরুর বিপক্ষে শুরুর একাদশেই মেসিকে দেখা যেতে পারে।

এসএইচ-১২/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)