‘দল না জিতলে মূল্যহীন’, ফিফটির পর তামিম

ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। একাধিক ম্যাচে টানা ব্যর্থ হয়েছেন। তারপরও তামিমের কাঁধের ওপর ভরসার হাত রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। অবশেষে তার প্রতিদান দিলেন এই ওপেনার। গতকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারায় ব্যক্তিগত প্রাপ্তিতে সন্তুষ্ট হতে পারছেন না তামিম।

নিজের প্রথম বিশ্বকাপে খেলতে এসে একটু ‘বিরক্তিকর’ মনে হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘কখনোই বিরক্তিকর না। সব প্লেয়ারে ইচ্ছা থাকে বিশ্বকাপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। দলের সবাই চেষ্টা করেছে এখানে ভালো কিছু করার। আজকে হয়নি, আমরা পরের ম্যাচে ফোকাস করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ যে বড় স্বপ্ন নিয়ে খেলতে এসেছিল, তার বর্তমান অবস্থা কি? উত্তরে তামিম বলেন, ‘এখনও কিন্তু আমাদের খেলা শেষ হয়নি। সামনে আমাদের পাঁচটা ম্যাচ আছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

বিশ্বকাপ নিজের প্রথম অর্ধশতক করেন তামিম। ভারতের বিপক্ষে এই ম্যাচে ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এমন ইনিংস নিয়ে জানতে চাইলে তামিম বলেন, ‘অবশ্যই দেখেন দল না জিতলে ইনিংসটা মূল্যহীন হয়ে যায়। দল জিতলে ভালো লাগে, যেটুকুেই অবদান রাখতে পারি। যেটা হয়নি এটা নিয়ে চিন্তিত না। আমরা সামনের দিকে তাকাচ্ছি।’

এসএ-০২/১০/২০ (স্পোর্টস ডেস্ক)