মাহমুদউল্লাহর সুখবরের দিনে সাকিবের দুঃসংবাদ

বিশ্বকাপের বড় মঞ্চে বাংলাদেশ যেন খেলছে মাহমুদউল্লাহ রিয়াদের পিঠে ভর করে। দলের পরীক্ষিত সব পারফর্মার যখন ব্যর্থ, তখন একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন ৩৭ বছর বয়েসী এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাট হাতে নিজের সাধ্যমত পারফর্ম করছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই সেঞ্চুরি করে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছেন।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার পর একদিন পার না হতেই আইসিসির পক্ষ থেকে সুখবর পেলেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। আর একইদিনে দুর্ভাগ্যের সময় দীর্ঘ হয়েছে সাকিব আল হাসানের জন্য। গতকালও ব্যর্থ হওয়ার পর পিছিয়ে গেছেন টাইগার কাপ্তান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ সাত ধাপ এগিয়ে এসেছেন ৫২ নম্বরে। দুই ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে সাকিব। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশ অধিনায়কের। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন হেনরিখ ক্লাসেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩২৪। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তার রেটিং ছিল ৩৭২। এ তালিকায় দুইয়ে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০১।

এদিকে ওয়ানডে ব্যাটসম্যানদের আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াই জমে উঠেছে। শীর্ষে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে টপকে যেতে ভারতীয় ওপেনার শুবমান গিলের প্রয়োজন মাত্র সাতটি রেটিং পয়েন্ট। আবার বোলারদের তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতের মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান ক্লাসেন উঠে এসেছেন ক্যারিয়ার–সেরা চতুর্থ স্থানে। ইংল্যান্ডের সঙ্গে ৬৭ বলে ১০৯ রানের পর গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯০ রান করে সাত ধাপ এগিয়েছেন তিনি। ক্লাসেনের ঠিক ওপরে আছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকান ওপেনার এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ইনিংস খেলে করেছেন ৩টি সেঞ্চুরি।

এসএ-০৬/১০/২৫ (স্পোর্টস ডেস্ক)