তিন ঘণ্টার বেশি সময়ের অনুশীলন শেষ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে মরিয়া সাকিব আচমকা দেশে ফিরে এসেছেন সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার এই আকস্মিক ফেরা নিয়ে দুদিন ধরেই বেশ উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। তবে শেষ পর্যন্ত জানা যায়, ক্রিকেট সংক্রান্ত কাজের জন্যই দেশে আসা তার।
ব্যক্তিগত অনুশীলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত মিরপুরে আসেন সাকিব আল হাসান। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।
এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। এসময় তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি। জানা গেছে বিকেল ৪ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়তে পারেন সাকিব।
গতকাল বুধবার কোনপ্রকার আভাস না দিয়েই দেশে এসেছিলেন সাকিব। বিমানবন্দরেও তার উপস্থিতি টের পাননি কেউই। দুপুরে মিরপুরের ইনডোরে অনুশীলন শুরু করলে ধীরে ধীরে গণমাধ্যমের সামনে আসতে থাকে সেসব খবর। পরবর্তীতে জানা যায়, শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছেই ছুটে এসেছেন টাইগার কাপ্তান।
অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম । তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন, ‘আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।’
এসএ-০৫/১০/২৬ (স্পোর্টস ডেস্ক)