ওয়ানডে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর মিশনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় নিয়ে তাদের অবস্থান তালিকার দুইয়ে। সেই অবস্থানটা পাকাপোক্ত করেই সেমিফাইনালে খেলতে চায় প্রোটিয়ারা।
অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে পাকিস্তান। সেরা চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাবর আজমদের।
হিসেবের খাতায় দুই দলের বিশ্ব মঞ্চে ৫ দেখায় প্রোটিয়াদের ৩ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র দুটি। চেন্নাইয়ের মাটিতে জয়-হারের সংখ্যাটা সমানে সমান করতে চায় বাবর বাহিনী। অন্যদিকে জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি ও লিজাড উইলিয়ামস।
এসএ-০৫/১০/২৭ (স্পোর্টস ডেস্ক)