‘ডাক’ মেরে রোহিতের পাশে কোহলি, শীর্ষে শচীন

ঘরের মাঠে চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে হাসল না তার ব্যাট। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ভারতের তারকা ব্যাটসম্যান।

রোববার (২৯ অক্টোবর) লখনৌয়ে ৯ বল খেলে শূন্য রানে ড্রেসিং রুমে ফিরেছেন কোহলি। প্রথম রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ব্যাটসম্যান ডেভিড উইলিকে তেড়েফুঁড়ে খেলতে যান। কিন্তু ব্যাট-বলে সংযোগ ঠিকমতো করতে পারেননি তিনি। মিড-অফে সহজ ক্যাচ মুঠোয় জমান বেন স্টোকস।

চলতি বছর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে আউট হওয়ার তেতো স্বাদ পেলেন কোহলি। সবমিলিয়ে ২৩ ইনিংস পর। সবশেষ ‘ডাক’ মেরেছিলেন তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়ানডেতে এনিয়ে ১৬বার রানের খাতা না খুলেই ড্রেসিং রুমে ফিরলেন কোহলি। ভারতের হয়ে এই তালিকায় যৌথভাবে ষষ্ঠ তিনি। ১৬বার করে এই তেতো স্বাদ পেয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। সর্বোচ্চ ২০বার ‘ডাক’ মেরেছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।

এসএ-০৩/১০/২৯ (স্পোর্টস ডেস্ক)