বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
চলমান আসরে কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও, এখনো এ বিশ্বকাপ থেকে অর্জনের সম্ভাবনা শেষ হয়নি বাংলাদেশের। পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকলে সুযোগ হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। পুরো দলেরই মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।
এদিকে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেলেও নানা যদি কিন্তুতে বিশ্বকাপে টিকে আছে পাকিস্তান। বাকি সবগুলো ম্যাচে জিততে তো হবেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে শীর্ষ দলগুলোর হারের জন্য। সমীকরণ যখন এমন তখন অনুশীলনে মনোযোগী পাকিস্তান।
ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৩৮ বার। যেখানে ৩৩ জয় নিয়ে বেশ এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে। এশিয়া কাপে এই দুই দলের শেষ দেখায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর পরিবর্তে দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। এদিকে পাকিস্তান দলেও রয়েছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর, উসামা মির এবং আগা সালমান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ
এসএইচ-০৬/৩১/২৩ (স্পোর্টস ডেস্ক)