অষ্টম ব্যালন ডি’অর জিতে নতুন যে ৯ কীর্তি গড়লেন মেসি

প্যারিসে ব্যালন ডি’অর ২০২৩ এর বিজয়ীয় নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে থেকেই ফুটবলপ্রেমীরা জানতো কার হাতে উঠছে এবারের পুরস্কার। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক, সবাই এক বাক্যে লিওনেল মেসির নাম জানিয়ে দিয়েছিলেন অনেক আগেই। অপেক্ষা ছিল কেবলই আনুষ্ঠানিক ঘোষণার।

অবশেষে সোমবার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়, অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নাম। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চবার ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জিতেন মেসি।

অষ্টম ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে বিশ্বকাপজয়ী মেসি গড়েছেন নতুন ৯ কীর্তি। ইউরোপের বাইরে খেলা প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন মেসি। মেজর লিগ সকারে তথা যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলা প্রথম খেলোয়াড়। এছাড়াও যেসব কীর্তি রয়েছে-

তিনটি ভিন্ন ক্লাবের হয়ে জেতা প্রথম ফুটবলার

প্রথম অ-ইউরোপীয় খেলোয়াড় হিসেবে ৩৫ বছরের বেশি বয়সে ব্যালন ডি’অর জেতা একমাত্র ফুটবলার

প্রথম ও সর্বশেষ ব্যালন ডি’অর জয়ের মধ্যে সবচেয়ে বেশি ১৪ বছরের ব্যবধান

প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ বার শীর্ষ তিনে

মেসির কল্যাণে সবচেয়ে বেশিবার এই সম্মাননা পাওয়া দেশ এখন আর্জেন্টিনা

ব্যালন ডি’অরে সবচেয়ে বেশি পয়েন্ট

এসএইচ-১৮/৩১/২৩ (স্পোর্টস ডেস্ক)