প্রমোশন পেয়েই ফিফটি, জাত চেনাচ্ছেন রিয়াদ

এশিয়া কাপে স্কোয়াডেই ছিলেন না, অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও বিভিন্ন পজিশনে তাকে ব্যাটিংয়ে পাঠায় টিম ম্যানেজমেন্ট। রিয়াদ যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়ে গেছেন। যার ফলস্বরূপ এবার ব্যাটিং পজিশনে প্রমোশন পেয়েই ফিফটি তুলে নিয়েছেন সাইলেন্ট কিলার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন রিয়াদ। ওপেনার লিটন দাসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে দলের সংগ্রহ এক শ ছাড়িয়ে নিয়ে যান তিনি। তবে ব্যক্তিগত ফিফটির আগেই ৪৫ রান করে সাজঘরে ফিরে যান লিটন।

তবে একপ্রান্ত আগলে ধরে লড়াকু হাফ সেঞ্চুরি তুলে নেন রিয়াদ। ২৬তম ওভারের শেষ বলে হারিস রউফকে পয়েন্টের দিকে খেলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৮তম ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। এ বিশ্বকাপে ব্যাটিংয়ে বলতে গেলে একমাত্র উজ্জ্বল তিনিই। ধারাবাহিক রান করা রিয়াদের এবার ফিফটি করতে লাগে ৫৮ বল।

তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি রিয়াদ। শাহিন শাহ আফ্রিদির রাউন্ড দ্য উইকেট থেকে করা বল মিস করে বোল্ড হয়েছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ৭০ বলে ৫৬ রানের ইনিংসটিতে ছিল ৬ চার ও ১ ছক্কার মার।

আবার চাপ বাড়ল বাংলাদেশের। বাংলাদেশ ১৩০/৫।

এসএ-১০/১০/৩১ (স্পোর্টস ডেস্ক)