পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ভেঙে পড়েনি, বরং উড়ন্ত শুরু করেন বাবর আজম-ফখর জামান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মধ্যেই হানা দেয় বৃষ্টি। আর সেটা বাবরদের জন্য যেন আর্শীবাদ হয়ে আসে! ২৫ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে ২০০ রান তোলার পর বৃষ্টিতে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানে জিতেছে পাকিস্তান।
অথচ পাকিস্তানের জন্য লক্ষ্যটা ছিল ৪০২ রানের। বিশ্বকাপে এই রান তাড়া করে জয় পেতে হলে রেকর্ড গড়তে হতো বাবরদের। সেই পথে অবশ্য ভালো ভাবেই এগোচ্ছিল তারা। তবে বৃষ্টি সেই কাজটা খানিকটা সহজই করে দেয়। যদিও বাবর বলছেন, ফখর যেভাবে ব্যাটিং করছিল, ৪৫০ রান তাড়া করাও তাদের পক্ষে সম্ভব ছিল।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, ফখর যদি উইকেটে থাকতো তাহলে ৪৫০ রানও আমরা তাড়া করতে পারতাম। সে এমন ইনিংস খেললে ৯০ শতাংশ ম্যাচেই আমরা জয় পাই।’
ফখর এক প্রান্তে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। তিন অঙ্কে পৌঁছাতে এই অভিজ্ঞ ব্যাটার খরচ করেছেন মাত্র ৬৩ বল। যা দেশের হয়ে বিশ্বমঞ্চে দ্রততম শতকের রেকর্ড। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাবর আজম।
ফখরের ব্যাটিং নিয়ে বাবর বলেন, ‘প্রত্যেকটা ছয়ের পরই আমি তাকে বলেছি, ‘স্বাভাবিক খেলাটা খেলো’। সে বলেছে, ‘ঠিক আছে।’ কিন্তু সে আমার কথা শুনেনি এবং যেভাবেই হোক ছক্কা মারা চেষ্টা করেছে। তারপর আমি বলেছি, ‘আউট না হয়ে তুমি যা ইচ্ছা করো’। এটি আমার দেখা সেরা ইনিংসের একটা।’
এসএ-০৪/১১/০৫ (স্পোর্টস ডেস্ক)