শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা

ওয়ানডে বিশ্বকাপে এর আগে তিন বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। তিন দেখাতেই লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। শুধু ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি বিশ্বপকাপেও লঙ্কানদের বিপক্ষে কখনো জেতেনি বাংলাদেশ। তবে এবার ভিন্ন গল্প লিখলো সাকিব আল হাসানের দল। যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা।

সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ থেকে আগেভাগেই বাদ পড়ে গেলেও এই ম্যাচ জিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।

টানা ৬ হারের পর এই ম্যাচ জিতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে। তাই সামনের ম্যাচটা এই দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪ রান করা কুশল পেরেরাকে ফেরান শরিফুল ইসলাম। পাখির মতো উড়ে বাঁদিকে দাঁড়ানো প্রথম স্লিপ ফিল্ডারের সামনে থেকে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিক। ১২তম ওভারে এসে দ্বিতীয় উইকেটের দেখা পায় সাকিব।

৩০ বলে ১৯ রান করা কুশল মেন্ডিসকে ফেরান সাকিব। নিসাঙ্কাকে ফেরান বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা তানজিম সাকিব। ৩৬ বলে ৪১ রান করে আউট হন তিনি। এরপর ৬৩ রানের জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আশালাঙ্কা।

৪২ বলে ৪১ রান করে সামারাবিক্রমা মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলা ম্যাথুস। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দেখা পান আসালাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১০৫ বলে ১০৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশের পক্ষে ৮০ রানে তিন উইকেট নেন তানজিম সাকিব।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বারবারই উত্তাপ ছড়িয়েছে। বিশ্বকাপের মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিতর্কিত আউট সেই উত্তাপ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পুরো ম্যাচজুড়েই দেখা গেছে খেলোয়াড়দের কথার লড়াই।

ম্যাথিউসের আউট বিতর্ককে পেছনে ফেলে রানতাড়ার শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে শ্রীলঙ্কা। দলীয় ১৭ রানে দিলশান মাদুশঙ্কার বলে পাথুম নিসাঙ্কার কাছে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।

এসএইচ-১৮/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)