দুই ওপেনারকে দ্রুত ফেরালেন শামি

মুম্বাইয়ে কিউই বোলারদের কচুকাটা করে রান-উৎসব করেছেন কোহলি-আইয়াররা! তাদের ঝোড়ো ব্যাটিংয়ে রান পাহাড় গড়েছে ভারত। এই পাহাড় টপাকাতে হলে নতুন করে ইতিহাস লিখতে হবে কিউইদের। এমন চ্যালেঞ্জ মাথায় নিয়ে ব্যাটিং করছে নিউজিল্যান্ড।

এখনও পর্যন্ত ১২.০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ১৪ রান নিয়ে উইকেটে আছেন ড্যারিল মিচেল। অপর অপরাজিত ব্যাটার কেন উইলিয়ামসনের সংগ্রহ ৪ রান।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। ষষ্ঠ ওভারে প্রথমবার আক্রমণে আসেন শামি। তার করা প্রথম বলটা চতুর্থ/পঞ্চম স্টাম্পে ছিল, গুড লেন্থের এই বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন কনওয়ে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৩ রান।

কনওয়ে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি রাচিন রবীন্দ্র। এই ওপেনারও শামির শিকার হয়েছেন। অস্টম ওভারের পঞ্চম বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়েছেন এই তরুণ। আসর জুড়ে দারুণ পারফর্ম করা রবীন্দ্র সেমি ফাইনালে করতে পেরেছেন মোটে ১৩ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছে ভারত। সর্বোচ্চ ১১৭ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন শ্রেয়াস আইয়ারও।

এসএ-০৬/১১/১৫ (স্পোর্টস ডেস্ক)