ফাইনালের আগে শুক্রবার ও শনিবার বিরতি। তবে আহমেদাবাদে শিরোপা লড়াই ঘিরে বর্ণিল পরিকল্পনা আয়োজকদের। থাকছে এয়ার শো। দর্শক মাতাবেন ডুয়া লিপা, আদিত্য গাধাবি, প্রিতম চক্রবর্তীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখবেন ম্যাচ। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও। আগের বিশ্বকাপজয়ী সব অধিনায়ককেও আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। থাকবেন ভারতীয় গ্রেটরাও।
এবারের বিশ্বকাপে ছিলো না কোন উদ্বোধনী অনুষ্ঠান। যা নিয়ে প্রশ্ন ওঠেছিল অনেক। ভারত-পাকিস্তান ম্যাচের আগে ছোট পরিসরে মিউজিক্যাল অনুষ্ঠানের আয়োজন করেছিলো বিসিসিআই। ফাইনালে সমাপনী অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সে অনুষ্ঠানে কি কি থাকছে তা মুখে কুলুপ এটেছেন বোর্ড কর্তারা। তবুও দেশটির গণমাধ্যম বিভিন্ন সূত্র থেকে প্রকাশ করেছে অনেক কিছুই।
ফাইনালে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এয়ার শো। দেশটির বিমান বাহিনীর পাইলটরা আহমেদাবাদ স্টেডিয়ামের আকাশে নিজেদের স্কিল দেখাবেন। এছাড়া জনপ্রিয় শিল্পী ডুয়া লিপা ফাইনালের আগে পারফর্ম করবেন। খালাসি গান গেয়ে পরিচিত আদিত্য গাধাবি আর প্রিতম চক্রবর্তীও দর্শক মাতাবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেগা ফাইনাল উপভোগ করবেন। তার সঙ্গে থাকবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিসিসিআই সচিবের বাবা অমিত শাহ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আগের বিশ্বকাপ জয়ী সব অধিনায়ককেও আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনীর পাশাপাশি থাকবেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংয়ের মতো সাবেকরা।
রূপালি পর্দার তারকারাও উপভোগ করবেন ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। যেখানে দক্ষিণী সুপারস্টারের সংখ্যাই বেশি। রজনীকান্ত, কমল হাসান, ভেঙ্কটেশ, নাগার্জুনা, রাম চরণরাও থাকবেন গ্যালারীতে। তালিকায় আছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নামও।
এসএইচ-১৯/১৭/২৩ (স্পোর্টস ডেস্ক)