তামিম ইকবালের দলে ফেরা নিয়ে যা বলল বিসিবি

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফিরেন তামিম ইকবাল। প্রস্তুতি নেন বিশ্বকাপে খেলার জন্যও। কিন্তু শেষ পর্যন্ত তাকেই বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি বিসিবি। এতে চরম সমালোচনার মুখে পড়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। অবশ্য এখন সেসব পেছনে ফেলে তামিমের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। তামিম কি জাতীয় দলে ফিরবেন? আর ফিরলে কবে ফিরবেন?

চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। জানা গেছে আসন্ন এই সিরিজটি খেলবেন না তামিম। তবে তিনি কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন- সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্বয়ং বিসিবি।

শনিবার এ নিয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়। এ সময় তামিমের বিষয়ে তিনি বলেন, ‘সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রযেছে তামিম। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে।

তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’

এসএইচ-১৪/১৮/২৩ (স্পোর্টস ডেস্ক)