বিশ্বকাপের উপর মার্শের পা

ওয়ানডে বিশ্বকাপের ১৩টি আসরের মধ্যে ছয়বারই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। গড়ে প্রায় এক আসর পরপর তারা বিশ্ব শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করে। ট্রফি ছুঁয়ে দেখা তাদের কাছে হয়তো ‘ডালভাত’ পর্যায়ে চলে গেছে। সেই খুব সাধারণ ব্যাপারটার কারণেই কিনা সদ্য বিশ্বকাপ ক্রিকেট জেতা অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ করে বসলেন বিতর্কিত এক কাজ! যে শিরোপা হাতে তোলা সবার জন্য অতি আকাঙ্ক্ষার, সেই ট্রফির ওপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি!

সোমবার বিশ্বকাপ জেতার পরে দলের উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, মিচেল মার্শ হেলান দিয়ে বসে আছেন চেয়ারে। দুই পা ট্রফির ওপর তুলে হাসি মুখে আয়েশি উদযাপন করছেন অস্ট্রেলিয়া দলের এই অলরাউন্ডার। এক হাতে পানীয়ের বোতল, অন্য হাত মুষ্টিবদ্ধ। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।

তবে মার্শের এমন আচরণ বা কর্মকাণ্ড অবশ্য নতুন নয়। বিশ্বকাপ ফাইনালের আগেও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন– ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। প্রথমে ব্যাট করে তারা ৪২০ রান করবেন এবং ভারতকে অলআউট করে দেবেন ৬৫ রানে।

সাধারণত যেকোনো খেলায় বিশ্বকাপ জেতার পর ট্রফিতে চুমু খান, ট্রফিটি মাথার ওপর উঁচিয়ে ধরেন খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হওয়ার উদগ্র বাসনা এবং খেলাটির প্রতি ভালোবাসা থেকেই এমনটা করে থাকেন খেলোয়াড়রা। যেমন ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পর ট্রফিটিকে বুকে জড়িয়ে লিওনেল মেসির ঘুমানোর ছবি বিশ্ববাসী দেখেছে। ট্রফির প্রতি এমন ভালোবাসার রোমাঞ্চকর উদাহরণ আরও অনেক রয়েছে।

তবে মিচেল মার্শ কেন এমনটা করেছেন, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। কারণ, তার এই কর্মকাণ্ডকে ‘ইনডিসেন্ট’ কিছু মনে করেনি অস্ট্রেলিয়া। মনে করলে দলনায়ক নিশ্চয়ই তার সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করতেন না। হয়তো অজি দলের ড্রেসিংরুমে এমনটাই স্বাভাবিক ঘটনা। অথবা তাদের মনোভাবটাই এমন ছিল যে, বিশ্বকে আমাদের সামর্থ্য দেখিয়ে দিলাম। যেমনটা দেখিয়েছিলেন মারলন স্যামুয়েলস বিশ্বকাপ জয়ের পরও।

এসএইচ-১০/২০/২৩ (স্পোর্টস ডেস্ক)