গ্যালারিতে সমর্থকের মৃত্যু, স্থগিত ম্যাচ

ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা-লিগার ম্যাচে খেলতে নেমেছিল গ্রানাদা। তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

রোববার নুয়েভো লস কারমেনেস স্টেডিয়ামে গ্রানাদা ও অ্যাথলেতিকো বিলবাওয়ের ম্যাচ চলাকালে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক সমর্থক। পরে সেখানেই মারা যান তিনি। যে কারণে বাতিল করা হয় ম্যাচটি।

জানা গেছে, ম্যাচের বয়স তখন ১৮ মিনিট। এ সময়ে গ্যালারি থেকে জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন আহ্বান ভেসে আসছিল। বিষয়টি ক্লাব কর্মকর্তাদের জানান বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন। এরপরই ম্যাচটি থামিয়ে দেন রেফারি।

তবে ম্যাচ বন্ধ হওয়ার পরপরও প্রায় ২০ মিনিট মাঠেই ছিলেন দুই দলের ফুটবলাররা। এরপরে ড্রেসিংরুমে ফেরেন তারা। এরপরই ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করা হয়।

এ ঘটনায় লা-লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, একজন দর্শকের মৃত্যুর কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি পরে আবার কখন হবে, তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে এক বিবৃতিতে গ্রানাদা জানিয়েছে, যে সমর্থক মারা গেছেন, ক্লাবটির সিজন টিকিটধারী ছিলেন তিনি।

এসএ-০৫/১২/১১ (স্পোর্টস ডেস্ক)