৫৫ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা, সিরাজের ৬ উইকেট

প্রতিপক্ষ শ্রীলঙ্কা নাকি দক্ষিণ আফ্রিকা? কেপটাউনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের স্কোরকার্ডে চোখ বুলালে এমন দ্বন্দ্বে পড়তেই পারেন আপনি। ভারতের বিপক্ষে সর্বশেষ দুই মুখোমুখিতে ৫৫ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে ৫৫ রান করেছিল এশিয়ার দেশটি। এবার ফরম্যাটটা ভিন্ন, প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের আজ কার্যত শ্রীলঙ্কা বানিয়ে ছাড়ল ভারত।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়ানে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছিল ভারত। আজ (বুধবার) কেপ টাউনে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চেপে বসে সফরকারীরা। একের পর এক ব্যাটারের বিদায়ে চরম বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত প্রথম দিনের প্রথম সেশনের খেলার মাত্র ২৩ দশমিক ২ ওভারে ৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

স্বাগতিক ব্যাটারদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দু’জন। কাইল ভেরান্নে ৩০ বলে ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ১৭ বলে ১২ রান করেছেন। বাকিরা আউট হয়েছেন ৫ রানের নিচে থেকে। শূন্য রানে আউট হন একমাত্র মার্কো জানসেন।

এদিন প্রোটিয়া ব্যাটিংয়ে ধস নামান মোহাম্মদ সিরাজ। ৯ ওভার বল করে ৩ মেইডেনে মাত্র ১৫ রান খরচায় একাই তুলে নেন ৬ উইকেট। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৬ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেলেন সিরাজ। এ ছাড়া মুকেশ কুমার ও জসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট পেয়েছেন।

৫৫ রানে অলআউটের ম্যাচে বেশ কিছু বিব্রতকর রেকর্ডও গড়েছে দক্ষিণ আফ্রিকা। অতীতে ৫৫ রানের কমে আরও অন্তত ৭ বার অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ১৯৩২ সালের পর নিজেদের টেস্ট ইতিহাসে আজই সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ল ডিন এলগারের দল। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। এ ছাড়া ভারতের বিপক্ষেও যে কোনো দলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এটি।

ডিন এলগারের বিদায়ী ম্যাচে তার নেতৃত্বে সিরিজ জয়ের লক্ষ্যে এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। চার পেসার নিয়ে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই সাফল্য পায় ভারত। ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ সিরাজ। এইডেন মার্কামকে স্লিপে ক্যাচ বানান তিনি। নিজের পরের ওভারে ডিন এলগারকে বোল্ড করেন ভারতীয় এ পেসার।

সিরাজের পর উইকেট শিকারের মিছিলে যোগ দেন বুমরাহ। টেম্বা বাভুমার জায়গায় নামা ট্রিস্টিয়ান স্টাবসকে তুলে নেন তিনি। অন্যপ্রান্তে উইকেটের ক্ষুধা তখনো কমেনি সিরাজের। সিরাজ আগুনে পুড়ে ছাড়খার হন টনি ডি জর্জি, ডেভিড বেডিংহামরা। মার্ক জানসেনকে ফিরিয়ে পাঁচ উইকেট পুরো করে ফেলেন সিরাজ। চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে দুই অঙ্ক পেরিয়েছেন এমন দুজনের একজন কিপার ব্যাটার কাইল ভেরেন্নাকে আউট করে নিজের ৬ষ্ঠ শিকার পূর্ণ করেন সিরাজ।

সিরাজে বিধ্বস্ত হওয়ার পর আর বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়া বাহিনী। শেষ দিকে মুকেশ আর বুমরাহর তোপে ৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

এসএ-০৫/০৩/২৪(স্পোর্টস ডেস্ক)