স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এক ভক্তের ওপর চটেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কিংবদন্তি স্ত্রী শানিয়েরা টম্পসন নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য় সামাজিক যোগাযোগমাধ্যমে তার এবং আকরামের একটি সেলফি পোস্ট করেছিলেন। আর সেই ছবিতে সালাম আলী নামের এক ভক্ত লিখেন, ‘আপনার স্ত্রী তো বেশ হট’! তবে এই মন্তব্য় দেখে আকরাম আর নিজেকে ঠিক রাখতে পারেননি।
ইনস্টাগ্রামে ফিরতি কমেন্টে আকরাম সেই ভক্তকে লিখেন, ‘আপনার কি মনে হয় যে এমনটা বলা উপযুক্ত? আপনার বাবা-মায়ের সঙ্গে দেখা করে, বলার ইচ্ছা রইল যে, তারা কেমন ডুস (ডুস শব্দের একাধিক মানে রয়েছে, এককথায় গালাগালি অর্থে ব্য়বহৃত হয়।) তৈরি করেছে!’
বাঁহাতি সুইং মাস্টার আকরাম উপমহাদেশের তো বটেই, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেসারদের একজন। তিনি ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন হুমা মুফতিকে। তাদের দুই সন্তান তেহমুর ও আকবর জন্ম নেন যথাক্রমে ১৯৯৬ ও ২০০৬ সালে। তবে ২০০৯ সালে হুমা মারা যান।
এরপর আকরাম ২০১৩ সালে বিয়ে করেন অস্ট্রেলিয়ার বান্ধবী শানিয়েরাকে। তাদের প্রথম সন্তান আইলা সাবেন রোজ আকরামের জন্ম হয় ২০১৪ সালে। আকরাম দুই পুত্র ও এক কন্য়ার বাবা।
তিনি খেলা ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে বোলিং কোচ হিসাবে কাজ করেছেন। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯০০-র ওপর উইকেট রয়েছে তার। ৫৬ বছরের ক্রিকেটারকে এখন ক্রিকেট পণ্ডিত হিসাবেও যেমন পাওয়া যায়, তেমনই তিনি এই মুহূর্তে করাচি কিংসের বোলিং কোচ ও চেয়ারম্য়ান। তিনি কাশ্মীর প্রিমিয়র লিগেরও সহসভাপতি।
এসএ-০৫/০৯/২৪(স্পোর্টস ডেস্ক)