প্রিমিয়ার ফুটবল লিগে তৃতীয় ম্যাচে এসে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনী দশ জন নিয়ে পুর্ণ তিন পয়েন্ট আদায় করেছে। শেখ জামালকে ১-০ গোলে হারিয়ে লিগে প্রথম জয় পায়।
শেখ জামাল প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল। ৩৭ মিনিটে আবাহনী ১০ জনের দলে পরিণত হয়। ফয়সাল আহমেদ ফাহিম বক্সে ঢোকার মুহূর্তে ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি পেছন থেকে ফাউল করলে রেফারি লাল কার্ড দেখান। এরপর আবাহনী রক্ষণ নিয়ে বেশি মনোযোগী হয়।
বিরতির পর আবাহনী ১০ জন নিয়ে আক্রমনাত্মক খেলতে থাকে। ৮৮ মিনিটে আবাহনী একমাত্র জয়সূচক গোল পায়। ব্রাজিলিয়ান জোনাথনের দারুণ এক পাসে বা দিক দিয়ে কর্নেলিয়াস স্টুয়ার্ট বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান। জামালের গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম ছিলেন নিরুপায়। স্টুয়ার্ট গত মৌসুমে খেলেছেন শেখ জামালেই।
আবাহনীর কষ্টার্জিত জয়ের দিনে সহজ জয় পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।রাজশাহীতে মোহামেডান ৫-১ গোলে জিতেছে ব্রাদার্সের বিপক্ষে। সুলেমান দিয়াবাতে ও ইমানুয়েল জোড়া গোল করেছেন। অন্যটি মোজাফফরভের পা থেকে থেকে এসেছে।
দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। তিন ম্যাচে এক জয়,ড্র ও হারে আবাহনীর পয়েন্ট এখন চার। শেখ জামালের সমান ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ। মোহামেডান ৫,ব্রাদার্স ১,চট্টগ্রাম আবাহনী ১ ও রহমতগঞ্জ ৩ পয়েন্ট নিয়ে আছে। দুই ম্যাচ জিতে বসুন্ধরা কিংস ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে।
এসএ-০৬/১২/২৪(স্পোর্টস ডেস্ক)