সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য ২০২০ সালের ২০ জানুয়ারি ‘ইনস্পায়ার্ড বাই কেএম’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান চালু করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে।
এই প্রতিষ্ঠানটিতে ফরাসি তারকা নিজের প্রাপ্ত আয়ের ৩০ শতাংশ ব্যয় করেন। শেখা, বোঝা, ভাগাভাগি করা এবং ছড়িয়ে দেওয়া এই চারটি মূল্যবোধের ওপর ভিত্তি করে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি।
দাতব্য এই প্রতিষ্ঠানে ৯ থেকে ১৬ বছর বয়সী ৪৯ জন ছেলে এবং ৪৯ জন মেয়েকে ভাষা, সাংস্কৃতি ও খেলাধুলাসহ অনেক কিছু শেখানো হয়।
‘ইনস্পায়ার্ড বাই কেএম’ প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর প্রসঙ্গে এমবাপ্পের মা ফাইজা লামারি সম্প্রতি ফ্রান্সের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, ‘আমি এমবাপ্পেকে বলেছি, তোমার লভাংশের ৩০ শতাংশের নিচে দিলে আমি কাজ বন্ধ করে দেব, এরপর সবাই যা করে, আমিও তাই করব। ছুটি কাটাতে মালদ্বীপ চলে যাব। তোমার জন্য কোনো কাজ করব না।’
এমবাপ্পের মা আরও বলেন, ‘শুরুতে আমি এমবাপ্পেকে ৫০ শতাংশে খরচের কথা বলেছি। কিন্তু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, ৩০ শতাংশ অনুদান দেওয়া হবে।’
এসএ-০৪/১৩/২৪(স্পোর্টস ডেস্ক)