দেশের সেরা দুই পেস বোলারকে নিয়ে রোমাঞ্চিত ঢাকা

শুক্রবার বিপিএল নবম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা।

বিপিএলের এবারের আসরে কাগজে-কলমে খুব ভালো দল করেছে দুর্দান্ত ঢাকা। দলটিতে আছেন দেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, আরাফাত সানি। কোচের ভূমিকায় আছেন জাতীয় দলের সাবেক প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

রোববার মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘আমার দলের সবচেয়ে বড় শক্তি যে বাংলাদেশের সেরা দুটি ফাস্ট বোলার আমার দলে আছে। বাংলাদেশের পেস ব্যাটারির মূল দুই বোলার। ওদের কাছে আমার প্রত্যাশা থাকবে, নতুন বলে উইকেট তুলে নেবে। চাপে ফেলবে প্রতিপক্ষকে, এটা তো স্বপ্ন দেখতেই পারি বা চিন্তা করতেই পারি। সেদিক থেকে আমাদের সৌভাগ্য যে, আমরা ওই দুজনকে ধরে রাখতে পেরেছি, গত বছর ঢাকা দলে খেলেছে বলে।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে চাপ সৃষ্টি করতে চাই না যে, তাসকিন এত উইকেট নেবে বা শরিফুল এতগুলো…। ওরা যেন নিজেদের সেরাটা দিতে পারে। আমি চাই ওরা মুক্তভাবে খেলুক, উপভোগ করুক, সেটা নিশ্চিত করতে চাই।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়া যাবে। ওর প্রক্রিয়া সবচেয়ে ভালো বোঝে ও নিজেই, কখন কী করতে হবে। আজকে চাচ্ছিলাম না যে ও বেশি বোলিং না করুক, যদিও আজকে ওর বোলিং ডে ছিল। ও এটা মেইনটেইন করছে… আজকে বেশি বল করবে না, ২-৩ ওভার করবে। তবে তাসকিন তৈরি। আমার কোনো সংশয় নেই, ওরও কোনো সংশয় নেই। ফিজিওর সঙ্গে আমার নিয়মিত কথা হয়। ফিজিও থাকে সবসময় ওর সঙ্গে। সবাই জানে, সে ভালো অবস্থায় আছে।’

এসএ-০৫/১৪/২৪(স্পোর্টস ডেস্ক)