বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠছে আগামীকাল (শুক্রবার)। একইদিন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগের (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় আসরও শুরু হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দুটিতে অংশ নিতে চার তারকা ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে বিপিএল ও আইএল টি-টোয়েন্টিতে যোগ দিতে বাবর আজমদের সামনে আর কোনো বাধা থাকছে না।
অনাপত্তিপত্র পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটার হচ্ছেন— বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে কেবল পেসার শাহিন আফ্রিদি খেলবেন আমিরাতের টুর্নামেন্টটিতে। বাকি তিন ক্রিকেটার শিগগিরই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান আগের আসরের মতো এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বাবরকে এবার দেখা যাবে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সে। গত আসরে বিপিএলে খেলেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এছাড়া আরেক পাক পেসার ওয়াসিম জুনিয়র এবারের বিপিএলে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে।
অন্যদিকে, আইএল টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্স। তিন মৌসুমের চুক্তিতে তিনি দলটির সঙ্গে চুক্তি করেছেন। সেখানে আছে তার জাতীয় দল সতীর্থ শাদাব খান ও আজম খানের নামও। তবে এখনও এই দুই ক্রিকেটার টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র পাননি।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, বাইরের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে ফখর জামান ও আজম খান এনওসি’র অপেক্ষায় রয়েছেন। তবে বিষয়টি পিসিবি খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের মনোভাব বুঝেই তারপর এনওসি দিতে চায় পিসিবি। এর আগে জাতীয় দলের টেস্ট সিরিজ বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য পিসিবির সঙ্গে বেশ টানাপোড়েন চলেছে পেসার হারিস রউফের। সর্বশেষ জলঘোলা করে পাকিস্তান রউফকে লিগটিতে খেলার অনুমতি দেয়। সেখানে খেলছেন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার জামান খান ও উসামা মির।
আগামীকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। এনওসি পেতে দেরি হওয়ায় ওই ম্যাচটিতে রিজওয়ানকে ছাড়াই নামতে হতে পারে কুমিল্লার। এছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে তাদের সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচও বাকি রয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে কাল সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এসএ-০৫/১৮/২৪(স্পোর্টস ডেস্ক)