খুলনা টাইগার্সের বিপক্ষে শুরুটা ভালো করেছিল দুর্দান্ত ঢাকার দুই ওপেনার। ৮ ওভারেই চলে আসে ৭৫ রান। এরপরই আসলে ছন্দপতন শুরু হয় দলের। দেড়শ রানও করতে পারেনি ঢাকা ফ্র্যাঞ্চাইজ। যার ফলাফল বড় ব্যবধানের হার। ম্যাচশেষে এমন ব্যাটিং পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘এটার কোনো ব্যাখ্যা নেই। এটা লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য। এরকম একটা শুরুর পর আমরা আশা করছিলাম ১৮০-১৯০ হবে। ওই জায়গা থেকে ৫০ রানের মধ্যে অল আউট হয়ে যাওয়া আমাদের জন্য হতাশাজনক ব্যাপার।’
নিজেদের ব্যাটিং হতাশাজনক বলেই মেনে নিয়েছেন মোসাদ্দেক, ‘একটু তো হতাশার, বিশেষ করে আজকের ম্যাচের কথা যদি বলি এতো ভালো একটা শুরু পাওয়ার পরে অল আউট হয়ে যাওয়া এখানে বোলারদের করার কিছুই থাকে না। ভালো উইকেট, বলও কিছু হচ্ছিল না। সহজ ছিল ব্যাটিং করা। সহজ পরিস্থিতিতে আমরা ব্যাটিং করতে পারিনি। অবশ্যই এটা হতাশাজনক ব্যাপার। আরও ৮টা ম্যাচ বাকি আছে আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াব।’
নিজে ৪ ম্যাচে করেছেন ১৬ রান সেটা নিয়ে মোসাদেক বলেন, ‘প্রত্যেকের খারাপ সময় যায়। ভালো খারাপ সময় মিলিয়ে যায়। একটানা এভাবে খারাপ যাবে আমি চিন্তা করিনি। আমি নিজেও হতাশ যে চেষ্টা করছি কত ভালোভাবে ঘুরে দাঁড়ানো যায়। এখন সেই চেষ্টাটাই থাকবে।’
এসএ-০৫/৩০/২৪(স্পোর্টস ডেস্ক)