বিজয়ের ফিফটিতে লড়াকু পুঁজি খুলনার

এভিন লুইস-আফিফ হোসেনরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন। তবে বিপরীত ছিলেন এনামুল হক বিজয়। এই ওপেনার এক প্রান্ত আগলে রেখে ইনিংস শেষ করে এসেছেন। পেয়েছেন ফিফটির দেখা। হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে দারুণ ফিনিশিং দিয়েছেন বিজয়, তাতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে খুলনা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে অপরাজিত ৬৭ রান করেছেন বিজয়। তাছাড়া ৪৩ রান এসেছে হাবিবুর রহমানের ব্যাট থেকে।

দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালোই ছিল খুলনার। তবে ১২ রান করে লুইস সাজঘরে ফেরেন। তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন আফিফ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ১৬ বলে ২৪ রানে থেমেছেন তিনি।

চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিজয়। অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৮ বলে ৬৭ রান করে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাবিবুর। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩০ বলে ৪৩ রান।

এসএ-০৪/০৯/২৪(স্পোর্টস ডেস্ক)