ভাগ্য ফেরাতে বরিশালের একাদশে পরিবর্তনের ছড়াছড়ি

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকার মতো খুব একটা স্বস্তিতে নেই ফরচুন বরিশালও। ৮ ম্যাচে এক জয়ে সবার নিচে থাকা ঢাকার পাশাপাশি ৭ ম্যাচে মাত্র ৩ জয়ে টেবিলের পাঁচে আছে তামিম ইকবাল বাহিনী।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মুখোমুখি দুই দল। দিনের দ্বিতীয় ম্যাচে তাসকিনের ঢাকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। বরিশালের একাদশে রয়েছে তিন পরিবর্তন।

একাদশে জায়গা পেয়েছেন আকিফ জাভেদ, তাইজুল ইসলাম ও ওবেদ ম্যাককয়। তাদের জায়গায় বাদ পড়েছেন আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ইমরান।

ফরচুন বরিশালের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, শোয়েব মালিক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিফ জাভেদ, তাইজুল ইসলাম ও ওবেদ ম্যাককয়।

দুর্দান্ত ঢাকার একাদশ
চতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, এস এম মেহেরব, তাহজিবুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক), লাহিরু সামারাকুন, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।

এসএ-০৭/১০/২৪(স্পোর্টস ডেস্ক)