জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। ঢাকাইয়াদের এমন দুর্দান্ত শুরুর পরের গল্পটা কেবলই হাতশার। টানা ৮ ম্যাচে হেরেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। যা বিপিএল ইতিহাসে কোনো দলের টানা হারের রেকর্ড।
এর আগে লজ্জার এই রেকর্ডটি ছিল সিলেট রয়্যালসের। তাদের পেছনে ফেলে টানা সবচেয়ে বেশি হারের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে ঢাকা। ২০১২ সালে সিলেট রয়্যালস টানা সাতটি ম্যাচ হেরেছিল। এবার টানা আট ম্যাচ হেরে লজ্জার রেকর্ডটি থেকে তাদের মুক্তি দিল দুর্দান্ত ঢাকা।
নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছিল ঢাকা। আসরের শুরুতেই দাপুটে পারফরম্যান্সে আশা দেখেছিলেন অনেকেই। তবে দুই-একজন ব্যাতিত ঢাকার কেউই সুবিধা করতে পারেননি। বিশেষ করে ব্যাটিংয়ে বেশ ভুগছে তারা।
টুর্নামেন্টে দেশি তরুণদের উপর ভরসা রেখে দল সাজিয়েছিল ঢাকা। অনেকেই ধরে নিয়েছিলেন তরুণরা দুর্দান্ত কিছু করবে। তবে শরীফুল ইসলাম ও নাঈম শেখ ব্যতিত কেউই নিজেদের প্রমাণ করতে পারেনি। অ্যালেক্স রোস ছাড়া ক্লিক করেননি কোনো বিদেশি ক্রিকেটারও।
এখনও পর্যন্ত আসরে ৯ ম্যাচ খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ঢাকা। ইতোমধ্যেই আসর থেকেও ছিটকে গেছে তারা।
এসএ-০৫/১০/২৪(স্পোর্টস ডেস্ক)