ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ২ পরিবর্তন

দাপট দেখিয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ শুরু করলেও, পরের দুটি টেস্টেই হেরেছে ইংল্যান্ড। হায়দরাবাদে রোমাঞ্চকর প্রথম টেস্টে ইংলিশরা জিতলেও, ম্যাচটিতে শেষ পর্যন্ত দু’দলেরই জয়ের সুযোগ ছিল। তবে বিশাখাপত্তম ও রাজকোটে ভারত একেবারে একপেশে দাপট দেখিয়েছে। এবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল (শুক্রবার) চতুর্থ টেস্টে নামছে দু’দল। তার আগে দুই পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে ইংলিশরা।

পাঁচ টেস্টের সিরিজ হলেও, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট ভারত জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে বেন স্টোকসের ইংল্যান্ড জিতলে পরের টেস্ট হবে ফাইনাল। রাঁচিতে হবে চতুর্থ টেস্ট, তার একদিন আগে ইংলিশরা একাদশ ঘোষণা করবে এটাই যেন স্বাভাবিক! এই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্পিনার রেহান আহমেদ ও পেসার মার্ক উড। সিরিজের প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ওলি রবিনসন।

এছাড়া দ্বিতীয় টেস্ট খেলা শোয়েব বশিরও ফিরছেন এই টেস্টে। তবে রবিনসন প্রথমবার খেলবেন এই সিরিজে। ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে প্রথম ৪ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছিলেন রবিনসন। ফরে আরও একবার নিজের ঝলক দেখানোর সুযোগ মিলল এই পেসারের সামনে। সবমিলিয়ে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। এর পাশাপাশি বোলার বেন স্টোকসকেও রাঁচি টেস্টে দেখা যেতে পারে। আগের তিনটি টেস্টে বোলিং করেননি এই অলরাউন্ডার। এছাড়া স্পিনার হিসেবে ‘খণ্ডকালীন’ কাজ চালাতে আছেন জো রুটও।

এদিকে, বাদ পড়া রেহান চলতি সিরিজের ৩ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ১১টি উইকেট নিয়েছেন। যদিও সর্বশেষ রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিতে ২৫ ওভারে তিনি খরচ করেছিলেন ১০৮ রান। ফলে তাকে বিশ্রাম দিয়ে বশিরকে ফের সুযোগ দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। এর আগে বিশাখাপত্তমে তার অভিষেক হয়েছিল। যেখানে বশির ৪ উইকেট নিয়েছিলেন।

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), শোয়েব বশির, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন।

এসএ-০৭/২২/২৪(স্পোর্টস ডেস্ক)