শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করে র্যাংকিংয়ে বড় লাফ দিলেন বাংলাদেশের চার ক্রিকেটার।
সিরিজ সেরার স্বীকৃতি পাওয়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বুধবার প্রকাশিত ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন।
এছাড়া মুশফিকুর রহিম ছয় ধাপ ও তাওহিদ হৃদয় এগিয়েছেন ১২ ধাপ। মুশফিক ২৬ নম্বরে ও তাওহিদ উঠেছেন ৭৬ নম্বরে।
সিরিজে পাঁচ উইকেট নেওয়া শরীফুল ইসলাম বোলারদের র্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। ওয়ানডেতে তিনিই এখন বাংলাদেশের এক নম্বর বোলার।
সাত ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে যাওয়া সাকিব আল হাসান বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন। এ দুজনের পরেই আছেন মেহেদী হাসান মিরাজ (৩২)।
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শ্রীলংকার দুই ব্যাটারেরও। পাতুম নিশাঙ্কা তিন ধাপ এগিয়ে আটে এবং চারিত আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন।
টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন আফগান স্পিনার রশিদ খান। চোট কাটিয়ে চার মাস পর মাঠে ফিরেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আট উইকেট নেন তিনি। আফগানিস্তান সিরিজ জেতে ২-১ ব্যবধানে। সিরিজসেরার পুরস্কারের পর এবার র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে নয়ে উঠে এলেন রশিদ।
এসএ-০৬/২০/২৪(স্পোর্টস ডেস্ক)