মর্যাদায় এখন অ্যাশেজের সমতুল্য বোর্ডার-গাভাস্কার ট্রফি। দীর্ঘ ৩৩ বছর পর পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
মঙ্গলবার ঘরের মাঠে আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডার-গাভাস্কার ট্রফি নামকরণের পর এই প্রথম পাঁচ টেস্টের সিরিজ খেলবে দুদল।
এর আগে সেই ১৯৯১-৯২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে সবশেষ পাঁচ টেস্টের সিরিজ খেলেছিল ভারত। এবার পাঁচ টেস্টের ব্লকবাস্টার সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর পার্থে। এই মাঠে অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড শতভাগ।
অ্যাডিলেডে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। বাকি তিন টেস্ট যথাক্রমে ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয় টেস্ট সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। এই সিরিজের আগে নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে অস্ট্রেলিয়া
এসএ-১৫/২৬/২৪(স্পোর্টস ডেস্ক)