দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মবিরতি পালন করছে পুলিশ সদস্যরা। ফলে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এমন অবস্থায় ট্রাফিকের দায়িত্ব সামলানোর ভার পালন করছেন শিক্ষার্থীরা।
ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মুখে কিছুদিন আগে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এবার সেই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (বুধবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা ছাত্র-ছাত্রীদের জন্য খাবার সরবরাহ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির কয়েকজন কর্মী পিকআপ ভ্যানে করে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে থাকা শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন।
ছাত্রদের এই আন্দোলনেই পতন ঘটে শেখ হাসিনার। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের সমাপ্তি ঘটে সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের মধ্যে দিয়ে। এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী। আসে কর্মবিরতির ঘোষণা। তবে পুলিশের শূন্যতা বুঝতেই দিচ্ছে না ছাত্রসমাজ। ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যা প্রশংসা হচ্ছে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী।
এসএ-১০/০৭/২৪(স্পোর্টস ডেস্ক)