টি-টোয়েন্টির নতুন রাজা হার্দিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন হার্দিক পান্ডিয়া। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। লিয়াম লিভিংস্টোনকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই ভারতীয় অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন হার্দিক। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক। আর সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে তিন ওভার বোলিং করে ৮ রানে নিয়েছিলেন ১ উইকেট।

সব মিলিয়ে ২৪৪ রেটিং পয়েন্ট পেরিয়ে দুই ধাপ পেরিয়ে শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় তারকা।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠলেন হার্দিক। এর আগে গত জুলাইয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে তখন শীর্ষস্থান দখল করেছিলেন।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে ২ সেঞ্চুরিসহ মোট ২৮০ রান করা তিলক বার্মা এগিয়েছেন ৬৯ ধাপ। তিনি উঠে এসেছে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। আর দুই নম্বরে আছেন ফিল সল্ট।

এসএ-০৭/১১/২৪(স্পোর্টস ডেস্ক)