সাফজয়ী নারীদের ২০ লাখ টাকা পুরস্কার দিয়ে যা বললেন বিসিবি সভাপতি

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (বুধবার) বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বিসিবির অফিসে এ সময় সাবিনের সঙ্গে ছিলেন নারী ফুটবল দলের ম্যানেজারও।

সাবিনার হাতে চেক তুলে দেওয়ার পর ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশী হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরো বেশি খুশি কারণ, টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পেরেছে।’

‘এটা মোটেও ফ্লুক নয়। মেয়েরা সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরো এগিয়ে যাবে।’-যোগ করেন তিনি।

এদিকে পুরস্কার পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারো তারা আছেন।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের।’

এসএ-০৮/১১/২৪(স্পোর্টস ডেস্ক)