আজমান বোল্টসের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছেন সাকিব আল হাসান। বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে ইনিংসের একমাত্র উইকেটটা নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। আর ব্যাট হাতে ৪ চার ও এক ছক্কায় ১৯ বলে অপরাজিত ২৯ রান করেন সাকিব। অধিনায়কের এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হেরেছে তার দল বাংলা টাইগার্স।
আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৩ রান করে আজমান। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি বাংলা টাইগার্স।
বাংলা টাইগার্সকে ভালো শুরু এনে দিতে পারেননি হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। তাদের দুজনের উদ্বোধনী জুটি ভেঙেছে ইনিংসের দ্বিতীয় ওভারেই। শাহজাদ ফিরেছেন মাত্র ৬ রানে। তিনে নেমে সুবিধা করতে পারেননি দাসুন শানাকা। লঙ্কান ব্যাটারকে ফিরিয়েছেন নিশাম। তিনি ফিরেছেন ১ রানে। পরের ওভারে আউট হয়েছেন জাজাইও। একই ওভারে লিয়াম লিভিংস্টোনকেও ফিরিয়েছেন মহসিন।
অন্য ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও দ্রুতই রান তুলছিলেন ইফতিখার আহমেদ। তবে সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে পাকিস্তানের ব্যাটারকে। ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে অপরাজিত ২৯ রান করলেও বাংলা টাইগার্সকে জেতাতে পারেননি সাকিব। আজমানের হয়ে দুটি উইকেট নিয়েছেন মহসিন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলা টাইগার্সের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন অ্যালেক্স হেলস। সমান ছয়টি করে ছক্কা ও চারে মাত্র ৩০ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
হেলসের পাশাপাশি আজমান বোল্টসের হয়ে ড্যানিয়েল ২৭ এবং নিশাম ২০ রানে অপরাজিত ছিলেন।
এসএ-০৮/১১/২৪(স্পোর্টস ডেস্ক)