নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর ওলি পোপকে সঙ্গে নিয়ে ১৫১ রানে জুটি গড়েন হ্যারি ব্রুক। পোপ ৭৭ রানে ফিরলেও, ব্রুক ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৩২ রানে অপরাজিত এই ব্যাটার দ্রুততম ২০০০ রানের একটি রেকর্ডও গড়েছেন। ইংলিশদের হয়ে দ্রুততম ওই কীর্তিটি হয়েছিল ৯৬ বছর আগে, এখন যৌথভাবে নাম তুলেছেন ব্রুকও।
সাবেক ইংল্যান্ড ক্রিকেটার হার্বার্ট সাটক্লিফ ২২ টেস্টে ২০০০ রান করেছিলেন। যা ছিল কোনো ইংলিশ ব্যাটারের দ্রুততম দুই হাজারি মাইলফলকের কীর্তি। ব্রুকও তার সমান ২২তম ম্যাচে একই কীর্তি গড়লেন আজ (শুক্রবার)। ২০২২ সালে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল ২৫ বছর বয়সী এই ব্যাটারের। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি ইংল্যান্ডের নির্ভরযোগ্য তারকায় পরিণত হয়েছেন।
পোপের বিদায়ের ব্রুক জুটি গড়েন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে। দুজনই অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন। এই জুটিতে ইংল্যান্ডের স্কোরবোর্ডে উঠেছে ৯৭ রান। স্টোকস ৩৭ ও ব্রুক এখন পর্যন্ত ১৩২ রান করেছেন। ১৬৩ বলের ইনিংসটিতে ডানহাতি এই ব্যাটার ১০টি চার ও দুটি ছয়ের বাউন্ডারি খেলেছেন। এখন পর্যন্ত টেস্টে সাতটি সেঞ্চুরি হয়ে গেছে ব্রুকের, রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও।
এদিকে, ইনিংসের হিসাব করলে ব্রুক অবশ্য এখনও পেছনে আছেন সাটক্লিফের। ৩৩তম টেস্ট ইনিংসে তিনি ২০০০ রান করেন, আর ব্রুক করলেন ৩৬তম ইনিংসে। এ ছাড়া সমান ২২ টেস্টে দুই হাজার রান করা আরেক ইংলিশ ব্যাটার ও সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি ওই কীর্তি গড়েন ৪১ ইনিংসে।
বলের হিসাবেও রেকর্ড হয়েছে হ্যারি ব্রুকের। এক্ষেত্রেও বিশ্বক্রিকেটে তার অবস্থান দ্বিতীয়। টেস্টে সবচেয়ে কম বলে (২২৯৩) দুই হাজার রান করে সবার শীর্ষে আছেন আরেক ইংলিশ ওপেনার বেন ডাকেট। দুই থাকা ব্রুক খেলেছেন ২৩০০ বল। বর্তমানে বাজবল ঘরানার ক্রিকেট খেলা ইংলিশদের এই তালিকায় থাকা স্বাভাবিকই বটে! তালিকায় থাকা পরের নামটি অবাক করা, কারণ তিনি যে টেল-এন্ডার। নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪১৮ বলে টেস্টে দুই হাজার রান করেছেন। এ ছাড়া সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ওই কীর্তি গড়েন ২৪৮৩ বলে।
ক্রাইস্টচার্চ টেস্টে আগে ব্যাট করে স্বাগতিক কিউইরা অলআউট হওয়ার আগে ৩৪৮ রান করে প্রথম ইনিংসে। এই ম্যাচ দিয়ে ইনজুরি থেকে ফিরেছেন সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার ব্যাটেই এসেছে কিউইদের ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস। এ ছাড়া গ্লেন ফিলিপস ৫৮ এবং টম ল্যাথাম ৪৭ রান করেছেন। অন্যদিকে, তাদের চেয়ে ৩২ রানে পিছিয়ে আছে সফরকারী ইংল্যান্ড। তবে ব্রুক-স্টোকস জুটি যে তৃতীয় দিন লিড নেওয়ার লক্ষ্যে নামবেন সেটি বলাই যায়!
এসএ-১০/১১/২৪(স্পোর্টস ডেস্ক)