ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত সেটি আর হলো না, খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য।
আলাপকালে সেই নির্বাচক বলছিলেন, ‘সাকিব এই সিরিজে নেই, সে খেলছে না। তাকে ছাড়াই দল ঘোষণা হবে। তবে যে সব শর্তের কথা বলা হয়েছে সেগুলো আমার জানা নেই। এদিকে ওয়ানডে দল আমরা দিয়ে দিব। শান্তর জন্য অপেক্ষা করছি। প্রথম দুই ওয়ানডে না হলেও শেষ ম্যাচটিতে পেতে পারি। হৃদয়ের বিষয়ে কাল জানা যাবে বিস্তারিত।’
টি-টোয়েন্টি সিরিজে থাকছেন কি না শান্ত সেই প্রশ্ন জানালেন, ‘টি-টোয়েন্টি নিয়ে এখনো কোনো কিছুই আলোচনা হয়নি। আপাতত সব আলোচনা ওয়ানডে নিয়ে। কারণ কয়েকজন ক্রিকেটার এরইমাঝে ইনজুরিতে আছেন।’
এর আগে দেশের এক গণমাধ্যমের সূত্রে খবর এসেছিল, জাতীয় দলে ফিরে আসতে তিনটি শর্ত ক্রিকেট বোর্ডের সামনে রেখেছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু সেসব নিয়ে কোনো কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এই নির্বাচকের কাছেও মিলল না সেই তথ্য। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া হচ্ছে না বাংলাদেশের, সেটা এখন নিশ্চিত।
এসএ-০৯/১১/২৪(স্পোর্টস ডেস্ক)