উড়ন্ত রংপুরকে মাটিতে নামিয়ে যা বললেন বার্ল

আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উড়তে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিলো না কেউ! অবশেষে তাদের জয়রথ থামাল দুর্বার রাজশাহী। রায়ান বার্লের ঘূর্ণিতে মাঝারি মানের লক্ষ্য তাড়ায় আটকে গেল রাইডার্সরা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। রাজশাহীর হয়ে বার্ল একাই নিয়েছেন ৪ উইকেট।

ম্যাচসেরা হওয়া বার্ল ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘৩-৪টি ভালো ফিল্ডিং, জয়ে কাজে দিয়েছে। সেই সাথে টুর্নামেন্টের এক নম্বর দলের বিপক্ষে জিতলাম। তাদের প্লেয়াররাও ফর্মে ছিল। আমাদের জন্য ডু আর ডাই ম্যাচ ছিল। এখানে জিতেই প্লে-অফে খেলার ছক কষছি।

চোট থেকে ফিরেই পারফর্ম করতে পারায় আনন্দিত বার্ল। তিনি জানান, ‘২-৩ দিন গ্যাপ থাকাটা ভালো ছিল। ফলে ভালোভাবে রিকোভার করতে পেরেছি, ছন্দে ফিরতে পেরেছি। ফিজিওর অনেক কৃতিত্ব রয়েছে এখানে। অনেক বিশ্রাম, ফিজিওর কাজসহ, কিছু পেইনকিলার (হাসি) দিয়ে এরপর ফিরতে পেরেছি। আমাকে নিজেকে ভালোভাবে ম্যানেজ করতে হয়েছে। মানসিক ব্যাপারও ছিল। লং অন, লং অফে সাধারণত ফিল্ডিং করে থাকি। সেসবও বিবেচনায় ছিল।’

নিজের ব্যাটিং নিয়ে বার্ল বলেন, ‘(ম্যাচে) শুরুটা ভালো করেছিলাম ওভারপ্রতি ১০ রান করে নিচ্ছিলাম। আমি আসার পর এগিয়ে নেওয়ার চান্স ছিল। তবে মোমেন্টামটা ধরে রাখতে পারিনি আউট হয়ে গিয়েছি। ১৬ ওভার পর্যন্ত ট্র্যাকে ছিলাম। এরপর কিছু উইকেট হারিয়েছে। তারাও হারিয়েছে। আমরা ভালো বল করেছি। তাদেরও কিছু ভালো বোলার রয়েছে, যে কারণে তারা এক নম্বর দল।’

এসএ-০৮/০১/২৫(স্পোর্টস ডেস্ক)