ফেসবুকে যে মেসেজ ফরোয়ার্ড করা বিপজ্জনক

ফেসবুক মেসেঞ্জার অ্যাপের ‘ফরোয়ার্ড’ ফিচারটির মাধ্যমে সহজেই অন্যদের বার্তা পাঠানো যায়। এই ফরোয়ার্ড ফিচারটির সুযোগ নিয়ে অনেক ব্যবহারকারীকে বিপদে ফেলছে হ্যাকাররা।

হ্যাকার যে কৌশল নিচ্ছে এটি বেশ পুরোনো একটি হোক্স বা ভুয়া বার্তার নতুন সংস্করণ।

হ্যাকাররা নতুন করে এই হোক্স ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। ভুয়া বার্তা ছড়িয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলাই তাদের উদ্দেশ্য।

বার্তাটি হল, ‘Hi….I actually got another friend request from you which I ignored so you may want to check your account. Hold your finger on the message until the forward button appears…then hit forward and all the people you want to forward too….PLEASE DO NOT ACCEPT A NEW friendship FROM ME AT THIS TIME’

এমন বার্তা কোনো বন্ধুকে ফরোয়ার্ড না করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এমন মেসেজ পাবেন তারা এতে ক্লিক করবেন না।

এসএইচ-১৯/০৮/১৯ (প্রযুক্তি ডেস্ক)