২৭০ কোটি ই-মেইল-পাসওয়ার্ড হ্যাকারদের দখলে

২৭০ কোটি ই-মেইল

ইন্টারনেট ব্যবহারকারীদের গোপন পাসওয়ার্ড ও ই-মেইল অ্যাড্রেসের একটি সংরক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে তথ্য গবেষণা সংস্থা ‘ট্রয় হান্ট’। গবেষণা সংস্থাটি দাবি করেছে, ‘ডাম্পিং গ্রাউন্ড’ শীর্ষক এ সংরক্ষণ কেন্দ্রে অন্তত ২৭০ কোটি ই-মেইল ও পাসওয়ার্ড রয়েছে।

এর মধ্যে অন্তত ২ কোটি ১০ লাখ পাসওয়ার্ড ও ৭৭ কোটি ২৯ লাখ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস রয়েছে। সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের মাধ্যমে এসব পাসওয়ার্ড ও ই-মেইল হাতিয়ে নেয়।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, পাসওয়ার্ড এবং ই-মেইল ঠিকানার মতো গুরুত্বপূর্ণ ডাটা হ্যাকাররা একটি ‘ডাম্পিং গ্রাউন্ডে’ আবর্জনার মতো ফেলে দিয়েছিল। যার কোড নাম ‘কালেকশন #ওয়ান’।

‘কালেকশন #ওয়ান’-এর ডাটা স্টোরেজের ক্ষমতা ৮৭ গিগাবাইট। তার মধ্যে রয়েছে ১২ হাজার বিভিন্ন ধরনের ফাইল। এসব ডাটা ফাঁস হয়ে গিয়েছিল একটি ক্লাউড ভিত্তিক শেয়ারিং ওয়েবসাইট ‘মেগা’র কাছে। এই ‘মেগা’ মূলত হ্যাকার ও স্প্যামারদের সংগঠিত ফোরাম। এটি সত্য হলে এটি হবে বিশ্বের অন্যতম শীর্ষ হ্যাকিংয়ের ঘটনা। ট্রয় হান্ট ‘হ্যাভ আই বিন পন্ড’ নামে একটি ওয়েবসাইট পরিচালনা করে থাকে।

ওই ওয়েবসাইট থেকে যাচাই করা সম্ভব আপনার গুরুত্বপূর্ণ ই-মেইল ও পাসওয়ার্ড তৃতীয় পক্ষের কেউ ব্যবহার করেছিল কিনা।

আরএম-০২/২১/০১ (প্রযুক্তি ডেস্ক)