গুগল যে কোনো ভাষায় কথা বলার সুযোগ করে দিচ্ছে

এবার গুগল অ্যাসিসটেন্ট হয়ে উঠবে আপনার ব্যক্তিগত ইন্টারপ্রেটর। একের পর এক নতুন ফিচার যোগ হচ্ছে গুগল অ্যাসিসটেন্টে।

গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট সহ স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লেতে সম্প্রতি যোগ হয়েছে নতুন ট্রান্সলেটর ফিচার।

আপাতত 26 টি আলাদা ভাষায় কাজ করবে এই ট্রান্সলেটর। নতুন ট্রান্সলেট ফিচার ব্যবহার করবেন কীভাবে? প্রথমে ‘OK Google’ বলে গুগল অ্যাসিস্ট্যান্টকে এক্টিভেট করুন।

এরপরে অ্যাসিসটেন্টকে যে কোন একটি কমান্ড দিন। এরপরে কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট করতে চান তা জানিয়ে দিন অ্যাসিস্ট্যান্টকে।

এরপর আপনি যা বলবেন গুগল ট্রান্সলেট করে দেবে। আপনাকে আলাদা করে কোন বাটন প্রেস করতে হবে না। ট্রান্সলেটর এর কাজ শেষ হয়ে গেলে ‘Stop’ কমান্ড ব্যবহার করুন।

এসএইচ-২৭/১৮/১৯ (প্রযুক্তি ডেস্ক)