ফেসবুকে অনুমতি ছাড়া লাইভ করা যাবে না

নিউজিল্যান্ডের দুটি মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গির গুলিবর্ষণে ৫০ জন নিহত হওয়ার পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ হওয়ায় ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার মুখে এখন এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এখন থেকে কে লাইভে যেতে পারবে তা ফেসুবক ঠিক করে দেবে বলে শুক্রবার জানিয়েছেন মাধ্যমটির জ্যেষ্ঠ কর্মকর্তা শার্লি স্যান্ডবার্গ।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জঙ্গি হামলা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লংঘন করে লাইভে প্রচার করে শ্বেতাঙ্গ জঙ্গি। এর পরই ফেসবুকের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয় আন্তর্জাতিক সম্প্রদায়।

জঙ্গি হামলার পর হত্যাকা-ের প্রায় ১৫ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে বলে স্যান্ডবার্গ জানান। আরো অন্তত ৯০০ ভিডিও চিহ্নিত করা হয়েছে যেগুলোতে মসজিদে সন্ত্রাসী হামলার ১৭ মিনিটের কিছু অংশ সংযুক্ত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ফেসবুকের কৃত্রিমবুদ্ধিমত্তার প্রযুক্তিগুলো এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিদ্বেষমূলক গ্রুপগুলো চিহ্নিত ও অপসারণ করছে।

২৭০ কোটি ব্যবহারকারির এই বৃহত্তম মাধ্যমটি ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়েও নতুন নিয়ম চালু করেছে। শুক্রবার ঘোষণা করা নিয়ম অনুযায়ী, ব্যক্তি, দল ও গ্রুপগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপন দেয়ার আগে নিশ্চিত করতে হবে যে, বিজ্ঞাপনদাতা ও লক্ষ্যবস্তুর শিকার ব্যক্তি জোটের একই দেশের নাগরিক।

এসএইচ-১০/৩০/১৯ (প্রযুক্তি ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)