ভারতে ফের চালু টিকটক

ভারতে ফের চালু হলো শর্ট ভিডিও অ্যাপ টিকটক। চীনের জনপ্রিয় এ ভিডিও অ্যাপ থেকে বুধবার নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন ভারতীয় আদালত। খবর রয়টার্সের।

ভারতের আইনপ্রণেতারা অভিযোগ করেছিলেন, টিকটক অশালীন বিষয়গুলো ছড়িয়ে দিচ্ছে এবং তরুণদের মাঝে সাংস্কৃতিক অধঃপতন হচ্ছে।

তাদের অভিযোগের কারণেই ভারতে এক সপ্তাহ নিষিদ্ধ ছিল টিকটক।

গত ৩ এপ্রিল তামিলনাড়ু রাজ্যের আদালত কেন্দ্রীয় সরকারকে টিকটক অ্যাপ ডাউনলোড নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়।

গত সপ্তাহে অ্যাপল ও গুগল তাদের ভারতীয় অ্যাপ স্টোর থেকে টিকটক অ্যাপ সরিয়ে নিয়েছিল।

এসএইচ-২৫/২৫/১৯ (প্রযুক্তি ডেস্ক)