ব্যবহারকারীদের বিনিময় করা পোস্টে কতজন ‘লাইক’ দিয়েছে সে সংখ্যা সবাইকে না দেখানোর পরিকল্পনা করছে ইনস্টাগ্রাম।
নতুন এ পরিকল্পনার আওতায় কেবল পোস্ট করা ব্যক্তি লাইকের সংখ্যা জানতে পারবেন।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও নিজেদের অ্যানড্রয়েড সংস্করণের কোডিংয়েও পরিবর্তন এনেছে ছবি ও ভিডিও বিনিময়ের সেবাটি।
উল্লেখ্য, অনেক সময় জনপ্রিয় ব্যক্তিদের মানহীন বিভিন্ন পোস্টেও হাজার হাজার লাইক পড়ে। আর এ কারণে পোস্টটি ভালো না লাগলেও অন্য ব্যবহারকারীরা নিজের অজান্তেই ‘লাইক’ দিতে প্ররোচিত হন।
এমনকি বন্ধুদের পোস্টে লাইকের সংখ্যা বেশি দেখে হতাশ হওয়ার পাশাপাশি মানসিকভাবে অসুস্থও হয় অনেকে।
এসএইচ-২৮/২৬/১৯