ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার স্ত্রী প্রিসিলার জন্য একটি আলো জ্বলা বক্স বানিয়ে সমালোচনার মুখে পড়েছেন। বক্সটি প্রিসিলার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে ঠিক সময়ে উঠতে সাহায্য করবে।
শনিবার জুকারবার্গ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। পোস্টটিতে এমন একটি বক্স দেখা যাচ্ছে যার নিচ থেকে মৃদু আলো বেরিয়ে আসছে। বক্সটির নাম দেয়া হয়েছে স্লিপ বক্স।
স্লিপ বক্স সম্পর্কে বলা হয়েছে, এর আলো সকাল ৬টা থেকে ৭টার মধ্যে জ্বলে উঠবে। ফলে সন্তানকে ঘুম থেকে তোলার জন্য বার বার মোবাইলে সময় দেখতে হবে না। তাই নিশ্চিন্তে ঘুমতে পারবেন প্রিসিলা, আবার সময় মতো উঠতেও পারবেন।
জুকারবার্গ জানিয়েছেন, স্লিপ বক্সটি নাকি বেশ ভালোই কাজ করছে। তার বন্ধুদের মধ্যেও এই যন্ত্র খুব জনপ্রিয় হয়েছে। সাধারণ মানুষ যাতে এটি ব্যবহার করতে পারেন তার ব্যবস্থাও করছেন তিনি।
তবে জুকারবার্গের এমন প্রয়াস সবার প্রশংসা পায়নি। অনেকে এ নিয়ে তির্যক মন্তব্যও করেছেন। ব্রিটিশ গায়ক লিলি অ্যালেন বলেছেন, ফেসবুকে বর্ণবিদ্বেষমূলক পোস্ট ঠেকাতে কিছু করতে না পারলেও স্ত্রীর জন্য ঠিকই এসব করে বেরাচ্ছেন তিনি।
গত মাসে খ্রীষ্টান ধর্মাবলম্বী ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের অনুসারী ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি করে ৫০ মুসল্লিকে হত্যা করে। ঘাতক ট্যারান্ট হামলার পুরো দৃশ্য ফেসবুকে লাইভ করে।
এসএইচ-২৫/২৮/১৯ (প্রযুক্তি ডেস্ক)