ওয়েব ট্র্যাকিং হিস্ট্রি মুছে ফেলবে গুগল

স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ওয়েব এবং লোকেশন হিস্ট্রি ডিলিটের সুবিধা আনছে গুগল। দ্রুতই এই সুবিধাটি চালু করা হবে। নতুন এই সুবিধার মাধ্যমে তিন মাস পর পর গ্রাহকদের তথ্য ডিলিট হওয়ার কথা রয়েছে।

নিজেদের তথ্য ডিলিটের সুযোগ এখনও গ্রাহকদের হাতে দিয়ে রেখেছে গুগল। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনও সময় এ সম্পর্কিত তথ্য ডিলিটের সুযোগ পান। বিশেষ করে গুগলের মালিকানাধীন ইউটিউব, ম্যাপ ও সার্চ ব্যবহারের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য।

এবার ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আনতে স্বয়ংক্রিয় ডিলিট পদ্ধতি চালুর উদ্যোগ নিলো গুগল। তিন মাস কিংবা ১৮ মাস পর পর নতুন এই ফিচার গ্রাহকদের তথ্য ডিলিট করতে পারে।

গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই টুল দেখা যাবে। এতে গ্রাহকরা অনেক বেশি উপকৃত হবেন। এতে গুগলের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ কিছুটা হলেও ঘুচবে।

গত বছরের নভেম্বরের গুগলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, গ্রাহকদের লোকেশন ট্র্যাক করছে তারা। অর্থাৎ গ্রাহকরা কোথায় যাচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করত গুগল। এমনকি লোকেশন হিস্ট্রি বন্ধ রাখলেও এ কাজটি করত তারা।

এসএইচ-২৭/০৫/১৯ (প্রযুক্তি ডেস্ক)