আমাজনের বিরুদ্ধে মামলা

আমাজনের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদীদের একাংশ। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আমাজনকে বয়কটেরও ডাক দিয়েছেন তারা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শুক্রবার রাতে উত্তর প্রদেশে নয়ডা থানায় এই মামালা দায়ের করেন তারা।

এদিকে, এই ঘটনায় ওই বিতর্কিত সামগ্রীগুলোর দায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওপর চাপালেন আমাজনের মুখপাত্র।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কয়েকদিন আগে কমোডের ঢাকনা এবং পাপোষসহ একাধিক জিনিসে দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দু দেবতাদের ছবি।

মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। আর এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।

এসএইচ-২২/২০/১৯ (প্রযুক্তি ডেস্ক)