৩০০ কোটি ভুয়া আইডি মুছে ফেলল ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে ভুয়া আইডি খুলে অপপ্রচার ও সন্ত্রাসবাদ ছড়ানোসহ নানা ধরনের অপকর্ম করছে কতিপয় স্বার্থানেশীরা।

এসবের ফলে শুধু ব্যবহারকারীরা নয় বিভ্রান্তিতে পড়ছে সরকারও। গত ছয়মাসে এ ধরনের ৩০০ কোটি ভুয়া আইডি ডিলিট করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি এক বিবৃতিতে ফেসবুক জানায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এসব ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ধারণা প্রতি মাসে ২৪০ কোটি সচল আইডির মধ্যে প্রায় ১২ কোটিই ভুয়া। আগের তুলনায় এবারের হিসেবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ১ থেকে ২ শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্টধারী। এসব ভুয়া আইডি ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোয় সবচেয়ে বেশি।

এসএইচ-২৪/২৫/১৯ (প্রযুক্তি ডেস্ক)