ছয় মাসে ৩০০ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস এ ছয় মাসে ৩০০টিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে নেয়া হয়েছে ফেসবুক থেকে। দেশ রূপান্তর

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ‘আশঙ্কাজনকভাবে বৃদ্ধি’ পাওয়ার প্রমাণ পাওয়ায় তারা এমন ব্যবস্থা নিয়েছে।

অ্যাকাউন্টগুলো খোলার ‘কয়েক মিনিটের মধ্যেই’ সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষের ধারণা, প্রতি মাসে ২৪০ কোটি সচল অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৫ শতাংশ বা ১২ কোটি অ্যাকাউন্টই ভুয়া।

এর আগের হিসাবের তুলনায় এবারের হিসাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ১ থেকে ২ শতাংশ বেড়েছে।

এসএইচ-২৭/২৯/১৯ (প্রযুক্তি ডেস্ক)