৪১ কোটির বেশি ফেসবুক ইউজারের গোপন তথ্য ফাঁস

একটি সার্ভারে জমা করা ছিল ৪১ কোটি ১৯ লক্ষ ফেসবুক ইউজারের তথ্য।

তার মধ্যে আমেরিকার ইউজারদের অ্যাকাউন্ট ছিল ১৩ কোটি ৩০ লক্ষ, ভিয়েতনামের ইউজারদের অ্যাকাউন্ট ছিল ৫ কোটি এবং ব্রিটিশ ইউজারদের অ্যাকাউন্ট ছিল ১ কোটি ৮০ লক্ষ। সেইসার্ভারে থাকা তথ্যগুলো ফাঁস হয়ে গেছে।

সার্ভারে জমা থাকা তথ্যের মধ্যে ছিল ফেসবুক ইউজারদের আইডি, ফোন নম্বরসহ অনেক গোপন তথ্য। সার্ভারটির কোনও পাসওয়ার্ড ছিল না।

ফলে যে কেউ সার্ভারে সঞ্চিত গোপন তথ্যের নাগাল পেতে পারত। সার্ভার থেকে যে তথ্য ফাঁস হয়েছে, তা মেনে নিয়েছে ফেসবুকও। কিন্তু তারা বলেছে, ৪১ কোটি ১৯ লক্ষ ইউজারের তথ্য ফাঁস হওয়ার কথা ঠিক নয়।

বাস্তবে অনেক কম ইউজারের তথ্য ফাঁস হয়েছে।

এসএইচ-২২/১০/১৯ (প্রযুক্তি ডেস্ক, তথ্য সূত্র : দ্য গার্ডিয়ান)