মোবাইল ব্যাংকিং সেবা ‘ইসলামিক ওয়ালেট’

দেশে প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবা ‘ইসলামিক ওয়ালেট’ চালু করেছে বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল সেবার মাধ্যমে প্রতিদিনের লেনদেন, বিল পরিশোধ, অ্যাকাউন্ট পরিচালনা থেকে শুরু করে সব ধরনের আর্থিক লেনদেনের সুবিধা রয়েছে ডি-মানি বাংলাদেশের সহায়তা যাত্রা শুরু করা এ ইসলামিক ওয়ালেটে।

গতকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ইসলামিক ওয়ালেট উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, এমডি ফরমান আর চৌধুরী ও ডি-মানি বাংলাদেশের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশ বর্তমানে ৩২০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। এটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে ৩৯তম। বর্তমানে ১ শতাংশ লেনদেন শরিয়াহভিত্তিক ফিন্যানশিয়াল টেকনোলজিতে হচ্ছে।

১৫টি ব্যাংক ও দুটি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সঠিক সময়ে এ ধরনের একটি পণ্য চালু করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এসএইচ-২৬/১১/১৯ (প্রযুক্তি ডেস্ক)